মোঃ আল-আমিন ইসলাম,বিশেষ প্রতিনিধি:
মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা মানবাধিকার কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় নুরুল্লাহ আল আমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ, এম মাহবুবু উদ্দিন (খোকন) উপদেষ্টা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সংসদ সদস্য এবং সভাপতি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন। বিশেষ অতিথি শেখ জালাল উদ্দিন সাবেক জেলা ও দায়রা জজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে অ্যাডভোকেট রবিউল হসেন (রবি)সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি। আরো উপস্থিত ছিলেন দেশ বরেণ্য মানবাধিকার কর্মী আল আমিন ইসলাম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোশারফ হোসাইন (রাজু)
এবং বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন বিগত সময়ে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাই আমরা আর চাই না এই দেশে আর এরকম মানবাধিকার লঙ্ঘন হোক। মানবাধিকার সংগঠনগুলো যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলছে সৎভাবে স্বচ্ছ ভাবে এভাবেই এগিয়ে যাবে বলে এবং সব ধরনের সহযোগিতা করবেন বলে আশা রাখেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এ এম মাহবুবু উদ্দিন খোকন। এবং সংস্থার চেয়ারম্যান নুরুল্লাহ আল আমিন বলেন আপনাদের সকলের সাপোর্ট এবং সকলের ভালোবাসা থাকলে এই সংস্থা আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে কিন্তু সবাইকে সংক্রিয় ভাবে মাঠে কাজ করার আহ্বান। এবং বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে শেষ হয়ে যায় অনুষ্ঠানটি।