এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর উপদেষ্টা ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে জুলাই শহীদ স্মরণে ও সাংবাদিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৩টার দিকে বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এন.সি.পি) বাউফল উপজেলার আয়োজনে আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর উপদেষ্টা ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তারা দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের পরিবারকে যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করবো।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।
অতিথিরা শহীদদের স্মরণে তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এই ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এ্যাডঃ জহিরুল ইসলাম।
আরও বক্তব্য দেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু, দৈনিক প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, বাউফল রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামার সুপন, শহীদ সাংবাদিক মেহেদি হাসানের পিতা মোঃ মোশাররফ হোসেন সহ আরও অনেকে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি বাউফল উপজেলা শাখার অন্যতম নেতা মিজানুর রহমান।