মাহমুদুল হাসান :
সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত শেরপুর জেলা ছাত্রসংসদ এর নতুন কমিটি গঠিত হয়েছে।বাঙলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের (২০-২১)সেশনের শিক্ষার্থী শাহেদুল ইসলাম শাহেদকে সভাপতি এবং বাংলা বিভাগের (২১-২২)সেশনের শিক্ষার্থী মো:শোয়াইব রহমান কে সাধারণ-সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা করা হয়েছে।২৫-শে ফেব্রুয়ারী ,মঙ্গলবার এক জরুরি সভায় এই কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটির বাকি সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো:ফখরুল ইসলাম ,সহ-সভাপ্তি হুমায়ুন আহমেদ,তায়্যিব মাহমুদ শিপন,সজিব মিয়া,নাজনীন নাহার,মেহেদী হাসান,নাঈম,আবু রায়হান,নাহিদুল ইসলাম,ইউসুফ,রেজা,মুরাদ,আদিল,মাহমুদ,নাজমুল,রিফাত,শিহান,রিদয়।
যুগ্ন সাধারণ সম্পাদক হলেন:-ফেরদৌস হাসান,শামীম বাদশা,আরিফ,রিজভী,শান্ত।
সাংগঠনিক সম্পাদক- মো:লিমন মিয়া,আকলিমা খাতুন রিভু,মেহেদী হাসান,ফারুক হোসাইন,সজীব।
দপ্তর সম্পাদক মো:মোকছেদুল মমিন।প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম,উপ-প্রচার সম্পাদক আদনান রোহান লাবিব।
সংগঠনটির অন্যান্য দায়িত্ব প্রাপ্ত সদস্যরা হলেন: শামীম আকন্দ,জিহাদ,সাজন,হিমেল,ফারহানা ইয়াসমিন, আশরাফুল,নুর মুহাম্মাদ ,তুষি,রিজুয়ান,জুনায়েদ,দিলীপ চন্দ্র দাস, নাজমুল,হাবিব,রায়হান রাসেল,সাব্বির হাসান,আল-সাদি, মহিম,নাঈম,রোকন,এনামুল,তৌকি মাহতাব, রিদয় হাসান,মিজানুর ,নাহিদুজ্জামান প্রমুখ।
সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শাহেদ বলেন, ‘সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের ভালোবাসার এই সংগঠন। তাই আমরা সব সময় চেষ্টা করব, সাবেকদের পরামর্শ এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে সংগঠন পরিচালনা করার।
সাধারণ সম্পাদক শোয়াইব রহমান বলেন, আমরা ‘শতভাগ নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করব।ভবিষ্যতে বৃহত্তর আকারে আমাদের কার্যক্রম পরিচালনার জন্য আমি আপনাদের সকলের সমর্থন এবং সাহায্য কামনা করি। আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে একদিন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো।