মো: আশরাফুল ইসলাম,শ্রীপুর গাজীপুর
গাজীপুরে শ্রীপুর উপজেলার শৈলাট-কাঁচিনা আঞ্চলিক সড়কে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা চাচাতো জেঠাতো ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে উপজেলার শৈলাট উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
নিহত মোটরসাইকেল চালক অনিক মন্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে ও নিহত মোটরসাইকেল আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)।
নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, উপজেলার শৈলাট গ্রাম থেকে রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার কাঁচিনা গ্রামে যাচ্ছিলেন চাচাতো জেঠাতো ভাই ভাই অনিক ও রিয়াদ। পথে শৈলাট উত্তরপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই ২ যুবক। পরে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নিহতদের স্বজন শীতল আহমেদ বলেন,’সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেলে কাঁচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টের সামনে পৌঁছানো মাত্রই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এবং রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ও অনিক রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার বলেন,খবর পেয়ে মাওনা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই হাসমত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার হাসপাতালে মারা গেছেন।