গত ২০ জানুয়ারি-২৫ ইং তারিখে “বাউফলে নারী নির্যাতন সহ শ্লীলতাহানির ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুবদলের সদস্য সচিব ইমরান মৃধা।
এব্যাপারে ইমরান মৃধা বলেন, নারী শ্লীলতাহানি সহ মারধর ও লুটপাটের অভিযোগ আনা হয় আমার বিরুদ্ধে। সেখানে অভিযোগের বাদী ভুক্তভোগী নারী মোসাঃ রুনু বেগম আমাকে ১নং আসামি করে নাম উল্লেখ করে আরও ৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ৫/৬ জনের নাম উল্লেখ করে বাউফল থানায় লিখিত অভিযোগ করেন। যাহার প্রেক্ষিতে গত ১১ জানুয়ারি-২৫ ইং তারিখে একটি মামলা রুজু করা হয়। তাহার প্রেক্ষিতে গত সোমবার ২০ জানুয়ারি-২৫ ইং তারিখে নগরের হাট এলাকা থেকে আমাকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে পরেরদিন মঙ্গলবার আমাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেন। ৩দিনের মধ্যে জামিন নিয়ে বের হয়ে প্রকাশিত সংবাদটি আমার নজরে আসে।
তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে। এবং অভিযোগে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যেসব কথা লেখা হয়েছে। তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট। শুধু মাত্র হাতাহাতির ঘটনা ঘটেছে। যা ঘটনার সময় কয়েকজন সম্মানিত সাংবাদিক ভাইরা সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা চলমান রয়েছে। সেই মামলা গুলো অন্য ভাবে প্রবাহিত করতে পূর্ব বিরোধের জের ধরে আমাকে মিথ্যা বানোয়াট সাজানো কথার মামলায় ফাঁসানোর পায়তারা মাত্র। আমি এহেন মিথ্যা বানোয়াট সাজানো মামলার প্রতিবাদ জানাচ্ছি এবং বাউফল থানা পুলিশ কে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি।