ইয়াসিন তালুকদার শ্রীমঙ্গল উপজেলা
আজ ১০ই ডিসেম্বর(রোববার) দুপরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে ৭৫ তম বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগটনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদে’র সঞ্চালনায় ও সভাপতি ফারুক খাঁন এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ-সাধারন সম্পাদক আক্তার হোসেন, ইকরামুল মুসলীমিন ফাউন্ডেশন এর সভাপতি এম এ রহিম নোমানী, সেইফ দ্যা ফিউচার ফাইন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি বাদল দোষাদ, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম রহমান মামুন,নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি,স্যোসাল অর্গানাইজেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন,সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস ফাতেমা বেগম ও মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র আরিফ হোসেন।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক শাহেদ আহমেদ।
এ সময় বক্তারা বলেন ফিলিস্তিনে বর্তমানে ইসরাইলি আগ্রাসনে অসহায় নিরপরাধ নারী শিশু সহ বেসামরিক লোকদের উপর হামলা,হাসপাতালে রোগীদের উপর হামলা চরম মানবাধিকার লংঘন উল্লেখ করে বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।