এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে ব্রিজের দুপাশের ভাঙ্গা এপ্রোচ সড়কের ও কমলার দীঘির উত্তর পাড়ে যেতে ভাঙ্গা রাস্তাটি নিজস্ব অর্থায়নে মেরামত করার জন্য পরিদর্শন সহ উদ্বোধন করলেন বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আবদুল হালিম।
শুক্রবার (২৫ শে এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাটের পূর্ব পাশের ব্রিজের দুপাশের ভাঙ্গা এপ্রোচ সড়কের ও পূর্ব পাশে মুসলিম বাগ বায়তুল মামুর মসজিদের পাশের রাস্তা এলাকার জনসাধারণের চলাচলের অনুপযোগী ৫শত ফিট ভাঙ্গা রাস্তা নিজ উদ্দোগে নিজস্ব অর্থায়নে মেরামত করার জন্য পরিদর্শন শেষে শুভ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল হালিম বলেন, কালাইয়া ইউনিয়নের জনগণের মান উন্নয়নে জন্য বিগত দিনে সেবামূলক কার্যক্রম করে এসেছি এবং কালাইয়া বাসীর জন্য এ উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মকবুল মিয়া, মোঃ মোকলেছ মেম্বার, মোঃ নুর হোসেন মাস্টার, বর্তমান মেম্বার মোহাম্মদ আলী, মোঃনুরু হাওলাদার সহ স্থানীয় উপকার ভোগী জনসাধারণ।