নিজস্ব প্রতিবেদক:
নিশা করার জন্য চাঁদা চেয়ে না পাওয়াই ভয় দেখিয়ে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছেন বোরহান (৩০) নামে এক মাদক ব্যাবসায়ী ও মাদক সেবী।
ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামে। ঘটনা সূত্রে জানা যায় মোহাম্মদ বোরহান উদ্দিন ৩০ (৩০) পিতা আলতাব হোসেন আলী গ্রামের বাসিন্দা। একই গ্রামের আল মুমিনের নিকট দীর্ঘদিন থেকে চাঁদা দাবী করে আসছে। আল মুমিনের বাবা মারা যাবার পর থেকে তাঁর চাঁদা চাওয়া পরিমাণ বেড়ে যায়। আল মুমিন তাঁর বাবার এক মাত্র ছেলে হিসেবে ভয়ে বিভিন্ন সময় বোরহানের বিভিন্নভাবে চাঁদা দিত। আল মুমিনের বাবার মৃত্যুর পর বোরহানের চাঁদা চাওয়ার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। গত ২২/০৫/২০২৫ ইং তারিখে আল মুমিন একটি জমি কবলার রেজিস্ট্রারী করেন। সেই কথা শুনে বোরহান বলে আমাকে চাঁদা না দিয়ে জমি কবলা কর? সে আগে থেকেই অতপেতে থাকে কামদিয়া বাজারে। আল মুমিন কামদিয়া বাজারে আস পর তাকে সে আটক করে বিভিন্ন ভয়ভীতি দেখায়। আল মুমিন চাঁদা দিতে অস্বীকার করাই তার ব্যাবহৃত মোটরসাইকেল আটক করে। পরে জোর করে সাদা স্ট্যাপ নিয়ে এসে স্বাক্ষর করে নেয়। ভুক্তভোগী ভয়ে বাড়ি থেকে বেড় হতে পারছে না এবং ব্যাপারটি পুলিশকেও অবগত করতে পারছে না। এই ব্যাপার থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।