নিজস্ব প্রতিবেদক:
মোটরসাইকেল চুরি করে পলাতক রয়েছে রানা। মোটরসাইকেল চুরির কথা উল্লেখ করে রানার বিরুদ্ধে গত ২২/০৭/২০২৩ইং তারিখে মো: লিটন চৌধুরী নামের এক ব্যক্তি গাজিপুর মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন। যার জি ডি নং- ১৭৩। জিডিতে উল্লেখ করা হয় গাড়িটির রং কালো উল্লেখ করা হয়। উক্ত জিডি মূলে গাজীপুর ডিবি জোনাল টীমের এসআই রাকিব হাসান জনি গত ১৫/০৪/২০২৫ ৩ তারিখে গাড়িটি উদ্ধার করে গাজীপুর মডেল থানায় হস্তান্তর করেন। তবে যে গাড়িটি উদ্ধার করা হয় সেই গাড়িটির রং পরিবর্তন করা হয়েছে। কালো রংয়ের গাড়িটি রং পরিবর্তন করে নীল রং করা হয়। তবে গাড়ির চেসিস নাম্বার মিলে যাওয়ায় গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। রানা চোরার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে উত্তরা বি আর টি এর কিছু দালাল চক্র। উল্লেখ্য মিরপুর বিআরটিএ দালালরা এই চোর চক্রের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। মূলত উত্তরা বিআরটিএর কিছু দালাল চক্র সিন্ডিকেট তৈরি করে এই চুরি সংগঠিত করে থাকে। পলাতক রানার যদি কেউ খোঁজ পান তাহলে নিম্নে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো।
01741-751860 (এসআই রাকিব হাসান জনি,ডিবি পুলিশ গাজীপুর জোনাল টিম)