কাতার প্রতিনিধি:মোস্তাক আহমেদ বাপ্পি
আগামী ৩০ এপ্রিল বুধবার কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্যা রয়েল আকসা রেষ্টুরেন্টের আয়োজনে Asian Mega Concert 25।
গতকাল রাত ৯ টায় সংবাদ সম্মেলন করেন।
আয়োজকদের তথ্যে জানা যায়,
উক্ত মেগা কনসার্টে উপস্থিত থেকে দর্শক মাতাবেন নগর বাউল জেমস্, কন্ঠ শিল্পী বেইলি আফরোজ, রিপা, চিত্রনায়িকা ববি, বিদ্যা সিনহা মিম, নাট্য অভিনেতা ইজাজ, আরফান, ডান্স মাস্টার ইউসুফ খান এন্ড গ্রুপ, উপস্থাপনায় জনপ্রিয় উপস্থাপিকা আরশিয়া আলম।
স্থানঃ এশিয়ান টাউন এমপিথ্রিয়েটার।
৩০ শে এপ্রিল ২৫ ইং কাতার প্রবাসী বাংলাদেশি সকলের সহযোগিতা একান্ত কামনা করছে আয়োজক কমিটি।