নীলফামারী প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপন মন্ত্রণালয়ের থেকে সরকার জনসাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকেন জেলা এবং উপজেলা অফিসারদের মাধ্যমে ঠিক সেরকমই জলঢাকা উপজেলার বাস্তবায়ন কর্মকর্তার থেকে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডে, উন্নয়নের জন্য (টিয়ার) কর্মসূচি কাজ হয়ে থাকে জনসাধারণ মানুষদের উন্নয়নের জন্য। সেরকমই একটি কাজ শেষ করে চলে আসেন চেয়ারম্যান মানিক, ১ নং ওয়ার্ডের মজিদপাড়া অফিসারের দোকান হতে, মমিনুরের বাড়ির অভিমুখে রাস্তার উন্নয়ন ওওইচ বিবি করন কিন্তু সেই কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এ যেন দেখার কেউ নেই সিডিউল অনুযায়ী কাজ করার কথা থাকলেও সেভাবে কাজ করতেছে না মিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক। তিনি বিগত সময়ে আওয়ামী লীগের বিশেষ সুবিধা ভোগ করে এসেছিলেন বলতেছেন এলাকাবাসী তিনি এখনো ঠিক সেই অনিয়ম দুর্নীতি করে যাচ্ছেন বলতেছেন এলাকার গণমহল। সিডিউলে (টিয়ার) কর্মসূচির সাইনবোর্ডে কাজের উল্লেখ করা আছে যে কাজের ধরন সলিং, সিসি, আরসিসি, এইচবিবি, এবং মাটি সহ পাকা অন্যান্য কাজ সমূহ। কিন্তু সেখানে দেখা যায় ইট ব্যবহার হয়েছে তিন নাম্বার। এবং মাটি দেওয়ার কথা থাকলেও দিচ্ছে বালু সেটাও আবার ময়লা আবর্জনা লেগে থাকা। এবং বৃষ্টি আসলেই যে কোন মুহূর্তে ধ্বসে পড়তে পারে এই হিরেম বোটটি। তবে এ বিষয়ে জলঢাকা উপজেলার বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এবং সচেতন মহল বলতেছেন যেভাবে কাজটি করা হয়েছে এই প্রথম দেখলাম এরকম কাজ যেটাতে অনিয়ম ভরা।
তবে বিষয়টি নজির বিহীন সরকারি টাকা কাজের নামে এভাবে লুট এটা কোনভাবে মেনে নেওয়ার মতো নয়। তবে বিষয়টি নিয়ে মীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন রকম কথা শেষ না হতেই ফোন কেটে দেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত