নিজস্ব প্রতিবেদক:
চাকুরী প্রলোভন দেখিয়ে নারী সংবাদ কর্মীদের সাথে অনৈতিক সম্পর্ক ও আর্থিক অনিয়মের অভিযোগে ‘আনন্দ টিভি’র ডেপুটি নিউজ এডিটর (ডিএনই) অব্যাহতি দিয়েছেন আনন্দ টিভি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১২ টার দিকে প্রশান্ত কুমার দাস কথাকে অফিসিয়াল এক সিদ্ধান্ত মোতাবেক তাকে বরখাস্ত করা হয়।
আনন্দ টিভির কার্যালয়ের এক সুত্রে জানাগেছে, গত বছর ২৪ শে সেপ্টেম্বর ডেপুটি নিউজ এডিটর পদে আনন্দ টিভিতে যোগদান করেন প্রশান্ত কুমার দাস কথা। যোগদানের পর থেকে তিনি আনন্দ টিভি কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে সংবাদ বিভাগে একক আধিপত্য বিস্তার করেন, হয়ে ওঠেন বেপরোয়া। জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ বানিজ্য, চাঁদাবাজী, সংবাদ পাঠিকাদের নিয়োগ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অনৈতীক সম্পর্ক স্থাপন, অযাচিত ও ভুলভ্রান্তি সংবাদ প্রচার করে বিতর্কের সৃষ্টিসহ বিভিন্ন অপকর্ম করেন তিনি।
শুধু তাই নয় তার বিরুদ্ধে নিষিদ্ধ ও বিতর্কিত সংগঠন ইসকন সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকারও তথ্য প্রমান পেয়েছেন আনন্দ টিভি কর্তৃপক্ষ।
তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোষর ও ইসকন সদস্যদের সংবাদ প্রচার এবং রাষ্ট্র বিরোধী মনা প্রতিনিধি নিয়োগ ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা প্রতিনিধি (ইসকন সদস্য) কে জেলা প্রতিনিধি হিসেবে আইডি কার্ড প্রদান করেন। র্যাবের কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সংবাদের ভয় ভিতী দেখিয়ে চাঁদাবাজীর মতো গুরুত্বর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়াও অফিসের কর্মকর্তাদের সাথে খারাপ আচারন, সিটি রিপোর্টারদের মানষিক চাপ প্রয়োগ, সংবাদ পাঠিকাদের নিউজ রুমে নিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা, সংবাদ পাঠিকাদের সাথে অশ্লীল টেক্সট চ্যাট ও তাদের বাসায় যেয়ে একান্ত সময় কাটানোর মতো অভিযোগ করেন চ্যানেলটিতে কর্মরত সংবাদ কর্মীরা।
এ সব অভিযোগের সত্যতা ও সংবাদ মাধ্যমে প্রচার হওয়ায় কর্তৃপক্ষ প্রশান্ত কুমার দাস কথাকে চ্যানেল থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আনন্দ টিভি কর্তৃপক্ষ।
চ্যানেল সুত্রে আরও জানাগেছে, তাকে বরখাস্ত করার সংবাদ ছড়িয়ে পড়লে রিপোর্টার, কর্মরত কলাকুশলী এবং সকল জেলা প্রতিনিধির মধ্যে ফিরে আসে সস্তি। প্রতিনিধিরা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে সাধুবাদ জানিয়ে এ ধরনের ব্যক্তিকে বহিস্কার করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন।