রেদওয়ানা আফরিন:
সাংবাদিক নির্যাতন প্রতিরোধে বরগুনায় কমিটির গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরগুনা জেলার সম্মানে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহম্মেদ আবু জাফর। বরগুনা জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাফর হোসেন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন পরিচালনা করেন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সোহেল। সম্মেলনে বরগুনা জেলা সদর ছাড়াও আমতলী, তালতলী, বেতাগী ও বামনা উপজেলার কর্মরত প্রায় দেড় শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সমর্থনে কমিটি গঠনের লক্ষ্যে একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। উক্ত সাবজেক্ট কমিটির প্রস্তাবে এবং সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সমর্থনে অ্যাডভোকেট মোস্তফা কাদেরকে সভাপতি এবং জাফর হোসেন হাওলাদার কে সম্পাদক করে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়। সকল শ্রেণী পেশার সমন্বয়ে অতি শীঘ্র তারা একটি শক্তিশালী সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করবেন। এ কমিটি বরগুনা জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও ঝুঁকি মোকাবেলায় কাজ করবেন।