নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের আলমের বাজার ছোট রুপাই গ্রামের আলোচিত রুবেল হত্যা মামলার এক বছর পেরিয়ে গেলেও অভিযুক্ত আসামীরা সকলেই প্রকাশ্যে ঘুরলেও কাউকেই গ্রেফতার করতে পারছেনা গঙ্গাচড়ার থানা পুলিশ, অন্যদিকে মামলার আসামি ও হত্যাকারীদের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী নিহত রুবেলের মা ও বাবা আফসারুল ইসলাম। ছেলে রুবেলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন নিহত রুবেলের বৃদ্ধ মা বাবা। নিরাপত্তা চেয়ে থানায় আবারো জিডি করেছেন নিহত রুবেলের বাবা আফছারুল ইসলাম (৫৯)।
জানা যায়, গঙ্গাচড়ার গজঘন্টা বালাটারী এলাকার মোছাঃ তাসমিনা বেগম (২৭), ছোট রুপাই এলাকার মোঃ হাসান আলী (৪৬), মোঃ তহছিন আলী (৩৫), মোঃ বেলায়েত হোসেন (৫০), মোঃ মাক্কের আলী (৫০), মোঃ ইয়াসিন আলী (৩১), মোঃ বাবু মিয়া (২৮), গত ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারী ভোরে মৃত রুবেলের মৃতদেহ কাড়িয়ার গাদায় খুঁজিয়া পায়। পরবর্তীতে বিশেষ কারণে দেরি হয়ে গত ০৪/১২/২০২৪ খ্রি. তারিখে গংগাচড়া মডেল থানায় আফছারুল ইসলামা বাদি হয়ে একটি মামলা করেন। যাহার মামলা নং- ৩. তারিখ: ০৪/১২/২০২৪ খ্রি। যাহা বর্তমানে আদালতে বিচারাধীন রহিয়াছে। মামলা দায়ের এর পর উপরোক্ত মামলার আসামীগণ গ্রেফতার না হওয়ায় প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াইতেছে এবং বিভিন্ন সময় আমার ও আমার পরিবারের লোকজনদের সহিত যোগাযোগ করিয়া দায়েরকৃত মামলা প্রত্যাহার করিয়া নেওয়ার জন্য ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় গত ৩১/০৩/২০২৫ সকালে আফছারুল ইসলাম স্থানীয় আলেমার বাজারে অবস্থান করা কালে মামলার ৫নং আসামী মাক্কের আলী তাকে উক্ত মামলার জের ধরিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শীঘ্রই দায়েরকৃত মামলা প্রত্যাহার করিয়া না নিলে সে আমার বংশ নির্বংশসহ বিভিন্ন ধরণের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে।
জানতে চাইলে আফছারুল ইসলাম বলেন, আমার করা মামলার ৫নং আসামী মাক্কের আলী’র উক্তরুপ ভয়-ভীতি ও অপতৎপরতায় আমি এবং আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যপারে জানতে চাইলে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত