Lবিশেষ প্রতিনিধি:
ইসরাইলি আগ্রসনের বিরুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে, সারা দেশের ন্যায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে জোড়ো হতে থাকে জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে, ছাত্র জনতার ব্যানারে খন্ড, খন্ড, মিছিল নিয়ে এসে
একসাথে জড়িত হয় দলমত নির্বিশেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন ছাত্র-জনতার ব্যানারে পালন করা হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি, অবৈধ ইসরাইলের বিরুদ্ধে নীর অপরাধ, নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে জলঢাকার প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে একত্রিত হয়ে সবাই বক্তব্য রাখেন। রাজনৈতিক নেতা, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, গনমাধ্যম কর্মী, ও বিভিন্ন কলেজ পড়ুয়া শিক্ষার্থী,কৃষক, শ্রমিক,ও সচেতন মহল সহ সকলেই অংশগ্রহণ করেন এই বিক্ষোভে। এবং বক্তরা বলেন অবৈধ ইসরাইলকে এই যুদ্ধ থামাতে হবে, নিরীহ ফিলিস্তিনি ভাইদের উপর থেকে জুলুম, অত্যাচার,এর বিচার করতে হবে অবৈধ ইসরাইল এবং সেই দেশের সরকারের। এবং ইসরাইলের যে পূর্ণ সামগ্রী রয়েছে আমাদের বাংলাদেশে তা আমাদের বর্জন করতে হবে, এটা আমাদের মুসলমানদের ঈমানী দায়িত্ব।
এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটির সভাপতি মিরাজুর রহমান মিরাজ বলেন তারা যে বারবার মানবাধিকার লংঘন করে, নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা চরম মানবাধিকার লংঘনকারী। এবং এ বিষয়ে জেলা কমিটির সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম বলেন আমরা বিশ্বের কাছে বিচার দিলাম আমাদের নিরীহ, নিরপরাধ, ফিলিস্তিনি ভাইদের উপর যে হামলা চালিয়েছে তা মেনে নেওয়ার মতো নয়, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এই বলে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়ে যায় বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশটি, জলঢাকা নীলফামারী।