বিশেষ প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায়
৫ এ আগস্টের পর ছাত্র জনতার গণঅভ্যুত্থান
পরে নিজের জমি প্রীতম কুমার এলাকার ছেলেদের দেন ফুটবল খেলতে এবং সে নিজেই একটি ফুটবল ক্রয় করে দেন, এবং সবাইকে মিষ্টিমুখ করে উদ্বোধন করে দেন খেলার মাঠটি । পরবর্তী সময়ে এর চার মাস গত হলে এখন জমির কাছে গেলে তাকে বিভিন্ন ভয়-ভীতি সহ নানান হুমকি দেখানো হচ্ছে, জমি দিবেন না এলাকার ছেলেগুলো এবং তাদের সাথে কিছু প্রভাবশালী মিলে। কিন্তু এ কথা থেকেই যায় যেখানে জমির রেকর্ড, দলিল, সবকিছুই আছে প্রীতম কুমার তার জমি ফিরে পাচ্ছেনা কেনো। এ বিষয় নিয়ে প্রীতম কুমার বলেন আমি আমার জমি ফিরে চাই জলঢাকা উপজেলা প্রশাসন, ও নীলফামারী জেলা প্রশাসনের কাছে আকুল আবেদন করতেছি যে আমার রেকর্ডটিও সম্প্রতি আমাকে ফিরিয়ে দেওয়া হোক, এবং তারা আরো বলেন আমরা নাকি হিন্দু সমাজ আমাদের কোন বিচার নেই এ দেশে। এ বিষয় নিয়ে একজন ছাত্র প্রতিনিধির সাথে কথা হলে তিনিও বলেন যে দলিল যার জমি তার এখানে কোন বিকল্প বুদ্ধি নেই যে তারা জমি ধরে থাকতে পারে আর আর যদি জোরপূর্বক তারা জমি ধরে থাকে তাহলে বুঝা যায় বাংলাদেশের আইন দুর্বল। এবং এ বিষয়ে নিয়ে সচেতন মহল বলেন, এটা যেমন ঠিক জমিতে দীর্ঘদিন থেকে পড়ে আছে, তুই কি তাও যে প্রীতম জমি পাবে কেন তার সাথে এরকম তালবাহানা আমরা জানিনা তবে সে একজন হিন্দু সম্প্রদায়ের ছেলে তাকে তার জমিটুকু ফিরিয়ে দেওয়া হোক এই দাবি রাখেন সচেতন মহল সহ, সাধারণ জনগণ। এবং বিষয়টি নিয়ে প্রীতমের জমিতে যারা ফুটবল খেলে তাদের কিছু ছেলের সাথে কথা হলে তারা বলে আমরা ৫ আগস্টের পর থেকে এই জমিটি পড়ে আছে বিধায় ফুটবল খেলি, আর প্রীতম, জমি পাবে এটা সত্য কোথায় পাবে এটা তাকেই বের করে নিতে হবে।