মোঃ আল-আমিন ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
জলঢাকা গণধিকার পরিষদের উদ্যোগে গণ ইফতার বিতরণ করেন
জলঢাকা গনঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সহ সকল অঙ্গ সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদের জলঢাকা উপজেলা সভাপতি তাইজুল ইসলাম, যুব অধিকের পরিষদের সাধারণ সম্পাদক বাবলু হোসেন,
এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারিরা উপস্থিত ছিলেন এ সময়। জলঢাকার প্রধান প্রধান স্বরূপ গুলো ঘোরে বিতরণ করা হয় গণ ইফতার, এ বিষয়ে তাইজুল ইসলাম বলেন আজকে আমরা নিজের উদ্যোগে এই ইফতার বিতরণ করতেছি, এভাবে সকলকে এগিয়ে আসতে হবে। আল্লাহ তায়ালা দানকারীদের ভালবাসেন সেটা যে কোন কিছু হোক আমাদের দলের আদর্শ নৈতিকতা শিক্ষা হচ্ছে এটাই সব সময় সাধারণ মানুষদের পাশে যেভাবেই হোক দাঁড়াতে হবে।
গন অধিকার পরিষদ জলঢাকা নীলফামারী।