কাতার প্রতিনিধি : মোস্তাক আহমেদ বাপ্পি
অনুপম দুর্দান্ত একাদশের জার্সি উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মো: দিদারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো:হাবিবুর রহমান।
সভাপতি হাফেজ মো :দিদারুল ইসলাম বলেন,খেলা হলো মনের খোরাক। খেলাধুলা মন,শরীর চাঙা রাখে।যার মাধ্যমে শরীরের ব্যায়াম হয়ে যাবে।
অতএব,আমরা বয়স এ-র দিকে না তাকিয়ে খেলায় মনোযোগ দেওয়া উচিত।
মো: হাবিবুর রহমান বলে খেলা হলো বিনোদন এর মাধ্যম।
এতএব যে কোনো কাজের ফাঁকে আমাদের সকলের উচিৎ সময় পেলে খেলাধুলা করে মন কে উৎফুল্ল রাখা।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দগণ।
বক্তব্যে প্রত্যেকে অনুপম দুর্দান্ত একাদশ ক্রিকেট টিমের প্রতি🌹শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।