এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্তম্ভে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বাউফল থানা, বাউফল পৌরসভা, বাউফল প্রেসক্লাব, বাউফল রিপোর্টাস ইউনিটি, বাউফল সাংবাদিক ক্লাব, বাউফল সরকারি কলেজ, বাউফল মহিলা কলেজ, মডেল মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন সংগঠন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ বাউফল উপজেলা আমির মাও. ইছাহাক মিয়ার নেতৃত্বে স্বাধীনতা স্তম্ভে পুস্পস্তবক অর্পণ না করে পশ্চিম দিক ফিরে শহীদদের প্রতি দোয়া মোনাজাত করেন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন সহ পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধারের নিয়ে দিবসটির উপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।