সিনিয়র স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ম শ্রেণীতে পড়ুয়া,মোঃ সোহেদ(১৮) পিতা: সাইদুল ইসলাম নামে এক ছাত্র গলায় ফাঁস দিয়ে
২৫ মার্চ (মঙ্গলবার) রাত সাড়ে ৯টায় কামদিয়া ইউনিয়নের বইল গ্রামের রাজাবিরাট রোড,তিন মাথা মোড়ে এ ঘটনা ঘটে।
মৃত সোহেদ সরকার পারিবারিক কোন্দোলে তাঁর বাবার উপর অভিমান করে, নিজ গ্রাম পাশ্ববর্তী রাস্তায় (রাজা বিরাট রোড) তিন মাথা মোরে, একটি গাছে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মৃত সোহেদ সরকার বইল গ্রামের মোঃ সাইদুল সরকারের ছেলে। সে চকমানিকপুর আমিনিয়া কামিল এমএম মাদ্রাসায় ১০শ্রেণীতে পড়াশোনা করতো।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেছেন।