বরগুনা প্রতিনিধি :
ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজনের কাছে নাড়ির টানে বাড়ি ফিরছিলেন সকল যাত্রীরা। ২৫ শে মার্চ ২০২৫ আনুমানিক রাত ২ টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।চান্দখালি ও গলাচিপার মাঝামাঝি স্থানে ডাকাতরা গাছের গুঁড়ি ফেলে যাত্রীবাহি ইমরান বাস আটকে দেয়। এরপর গাড়িতে ঢুকে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, গয়না,মোবাইল সহ যাবতীয় সব কিছু লুট করে নেয়।এ সময় কিছু যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া যায়। এর আগে একই স্থানে বেশ কিছু মালবাহী ট্রাকেও ডাকাতি করেছে ডাকাত দল। এ ঘটনায় বরগুনা জেলায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে।