রেদওয়ানা আফরিন:
বরগুনায় প্রতারণার মামলায় গ্রেপ্তার এক আসামিকে থানায় ঢুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় বরগুনার পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে বরগুনা সদর থানায় এ ঘটনা ঘটার পর তাদের আটক করে মামলা দেয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাথরঘাটা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরীন (৪০) ও তার মেয়ে সারজিনা মিম (২৩)। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে একটি প্রতারণার মামলায় সোহান নামে এক যুবককে গ্রেপ্তার করে বরগুনা সদর থানা পুলিশ। এ সময় মেয়েকে সঙ্গে নিয়ে থানায় ঢুকে সোহানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন শিরীন। এতে ব্যর্থ হলে পুলিশকে গালমন্দ ও ভয়ভীতি প্রদান করেন তিনি। পরে মেয়েসহ পুলিশ শিরীনকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে শিরীনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন,‘এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি। তারা সম্পর্কে মা-মেয়ে। এদের মধ্যে শিরীন নামের নারী নিজেকে পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত