মির্জাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের শিশু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি ফিরোজকে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে শনিবার ১৫ই মার্চে আটক করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, এর আগেও পুলিশ তাকে দেশের সীমান্তবর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভুট্টা ক্ষেত থেকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। সেই সময় তিনি কৌশলে পালিয়ে গেলেও তার ছেলে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তখন ফিরোজের ছেলের কাছ থেকে বাপ এবং ছেলে দুজনেরই পাসপোর্ট উদ্ধার করা হয়। ফিরোজ ধ/র্ষ/ক আর তার ছেলে সাব্বির হোসাইন মামলা প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারকে হুমকি প্রদান করেছেন। সাব্বির হোসেন ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য জোরপূর্বক বাদিকে আপোষ মীমাংসা করতে সালিশে বসার জন্য বাধ্য করে।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়া মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পরে রবিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।