মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
স্বাভাবিকভাবে সবার হৃদযন্ত্র থাকে বামদিকে কিন্তু ফুটফুটে শিশু সাদাত এর হৃদযন্ত্র রয়েছে ডান দিকে, তা আবার উল্টো দিকে বাঁকা,শুধু তাই নয় হৃদয়ে ফুটো নিয়েই জন্ম তার, রক্তনালীও চিকন। তার চিকিৎসা চলছে জন্মের দুই মাস পর থেকেই।
ঢাকায় বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ভারতে পরপর ছয়বার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে। এখনো হৃদয়ে যন্ত্রনা বয়ে বেড়াচ্ছে প্লে শ্রেনীর এই শিক্ষার্থী। বাংলাদেশ ও ভারতে তার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেকটা নি:স্ব হয়ে পড়েছেন সাদাতের বাবা বেসরকারী প্রতিষ্ঠানের কর্মরত তাজুল ইসলাম। ছেলেকে বাঁচাতে ভারতের বিশিষ্ঠ চিকিৎসক ডা: দেবীশেঠী দ্রুত বাইপাস সার্জারীর পরামর্শ দিয়েছেন।
শিশু সাদাতের রক্তনালী খুবই চিকন, এমন রোগ খুব কম সময় দেখা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য ৩০ লক্ষাধিক টাকার প্রয়োজন। ছেলেকে বাঁচাতে সহায় সম্বল বিক্রি করেও কোন কুলকিনারা পাচ্ছেন না সাদাতের বাবা-মা। তাইতো ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
বগুড়া সদরের এরুলিয়া এলাকার তাজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল সাদাত ২০১৮ সালের ২২ শে অক্টোবর জন্মগ্রহন করে। বর্তমানে জীবিকার তাগিদে তারা গাইবান্ধার পলাশবাড়ীতে অবস্থান করছেন, সাদাত সেখানে দারুস সালাম ক্যাডেট মাদ্রাসায় সে প্লেস শ্রেণীর শিক্ষার্থী।
সমাজের সামর্থবানদের সহযোগিতায় বেঁচে যেতে পারে ছোট সাদাতের জীবন, হাসি ফিরবে বাবা মায়ের মুখে। তাকে সহযোগিতার জন্য বিকাশ নং ০১৭৩০১৭০৬০২, ইসলামী ব্যাংক একাউন্ট নং ২০৫০৪৫৭০২০০৩২৪৪১৭, ডাচবাংলা ব্যাংক ১৭৫১৫৮০১৭০৯৯৭।
০১৭৬১৩২৬৬০৩
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত