নিজস্ব প্রতিবেদক :
নারী নির্যাতন দেশের সব চেয়ে বড় অভিশাপ। পাষণ্ড পুরুষের নির্মম অত্যাচারে প্রতিনিয়ত ঘর ভাংছে হাজার স্বপ্নের। যৌতুক না দিলেই অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় পুরুষ নামক কাপুরষ। হিংস্র পুরুষের নির্মম অত্যাচারে দুনিয়া ছাড়তে হয়েছে অনেক নারীদের। তেমনি এক ঘটনা ঘটেছে মিরপুর রূপনগর থানা এলাকায়। স্ত্রী লিপির অভিযোগ তার স্বামী জাকির হোসেন পরকীয়ায় লিপ্ত। পরকীয়ায় আসক্ত হয়ে সে তার স্ত্রীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। এ বিষয়ে বরগুনা কোটে জাকিরের বিরুদ্ধে মামলা করে লিপি।এক পর্যায়ে স্ত্রীকে না জানিয়ে জাকির আর একটা বিয়ে করে। লিপি যাতে বাধা হয়ে দাড়াতে না পারে তাই কয়েকবার হত্যা চেষ্টা করে পাষণ্ড স্বামী। এ বিষয় লিপির বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন – জাকির আমার কাছে ১ লক্ষ টাকা যৌতুক চেয়েছে।আমি যৌতুক না দিতে পারায় আমার মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছে অনেক দিন ধরে। ০৯ ই জানুয়ারি ২০২৫ তারিখে ওদের ৩ বছরের পুত্র সন্তান রাফির কথা চিন্তা করে নতুন করে সংসার করার সুযোগ দেওয়া যায় কি না এ বিষয় উভয় পক্ষের সাথে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইসমাইল হোসেন সৌরভ এবং নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উভয় পক্ষের মতামতের ভিত্তিতে বেশ কিছু শর্তসাপেক্ষে সমঝোতায় আসে জাকির লিপি দম্পতি ।
জাকির তার স্ত্রীকে নিয়ে পুনরায় শান্তিপূর্ণ সংসার করবে এমন একটা লিখিত দেয় সভায়। তবে কিছুদিন যেতেই আবারো অত্যাচার শুরু করে লিপির উপর। জীবন বাঁচাতে লিপি তার বাবার বাড়ি চলে যায়। জানা যায় পরবর্তীতে স্বামী জাকির স্ত্রী লিপি ও শশুর জলিলের বিরুদ্ধে রূপনগর থানায় একটা মিথ্যা মামলা করে।এদিকে বরগুনা কোটে লিপির করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় জাকির কে গ্রেফতারি পরোয়ানা দেখানো হলেও এখনো আসামি ধরাছোঁয়ার বাইরে।