বরগুনা প্রতিনিধি :
ঢাকাস্থ বরগুনা জেলা সমিতির নতুন কার্যকরি পরিষদ (২০২৫-২০২৭) তিন বছরের জন্য গঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দিতায় বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লায়ন মো. ফারুক রহমান নির্বাচিত হয়েছেন।
সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মোহাম্মদ আলতাফ হোসাইনের নেতৃত্বে নির্বাচন কমিশনার ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. মাহবুবর রহমান এবং কমিশনার ও রূপালী ব্যাংকের সহকারি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক শুক্রবার জাতীয় প্রেসক্লাবে দ্বিবার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক আলম, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান খোকন, ড. মো. শাহ আলম, শিল্পপতি মো. মনিরুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. আবদুল করিম ও উপাধ্যক্ষ মো. আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন, আয়শা সিদ্দিকী নার্গিস ও মো. সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জসিমউদ্দিন, অর্থ সম্পাদক ব্যাংকার আবু জাফর মো. সালেহ, দফতর সম্পাদক মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক সময় টেলিভিশনের জেষ্ঠ্য বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক খন্দকার আবু জাফর মো. সালেহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মাহবুবুল হাসান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ডেইজি কবির, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মো. মিজানুর রহমান, আইন ও মানবধিকার সম্পাদক অ্যাডভোকেট মনোজ কুমার কীর্তনিয়া, ক্রিড়া সম্পাদক হুমায়ূন কবির আকন, পাঠাগার সম্পাদক ফরিদ আহমদ।
সমিতির কাজকে আরো বেগবান করার পাশাপাশি জেলার আর্থসামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন নবনির্বাচিত কমিটির সদস্যরা।