অথই নূরুল আমিন
অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন আজকে বিসর্জন হতে চলেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা তাদের যুদ্ধে বিজয়ী হলেও আজকে তারাও সবাই হতাশ। শুধুমাত্র আইনশৃঙ্খলার চরম অবগতির জন্য। দেশের ছোট ছোট ছেলে মেয়েরা আন্দোলন করেছে। অনেকেই জীবন দিয়েছে। যার ফলে দেশের একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে।
সে সুবাদে একটি নতুন সরকারের জন্ম হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার চরম অযোগ্যতার প্রমাণ পেয়েছে গোটা জাতি। প্রতিদিন গড়ে দেশের ভিতরে ৫০ থেকে ৬০টি অঘটনা ঘটছে তো ঘটছেই। তারপরও স্বরাষ্ট্র উপদেষ্টার কোন ভূমিকা নেই। এতে আমি অনুমান করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা একজন মানসিক রোগী! তা নাহলে প্রতিদিন এত সব অঘটনা ঘটতেই পারে না। আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনায় ব্যর্থ একজন উপদেষ্টা।
এখানে ছিনতাই, চাদাবাজী, ডাকাতি, চুরি,অগ্নিসংযোগ জমি দখল,খুন,ধর্ষণসহ ইত্যাদি মন্দ কাজ যেন সন্ত্রাসীরা প্রতিদিনের রুটিন করে নিয়েছে। অথচ স্বরাষ্ট্র দপ্তর থেকে এই নিয়ে যেমন তাদের কোন প্রতিক্রিয়া নেই । তেমনি কোন পদক্ষেপ। এখানে স্বরাষ্ট্র সচিব যেন শতভাগ বধির। স্বরাষ্ট্র সচিবের অদক্ষতা দেখে রূপকথার গল্পের রাজার বাড়ির সেই অলস লোকগুলোর কথাই মনে পরে যায় আজকে বারবার।
এদিকে পুলিশের আইজিপি যেন জন্মান্ধ মনে হচ্ছে আমার কাছে। প্রতিদিন দেশজুড়ে অর্ধশত অঘটনা দুর্ঘটনার মত ঘটনা ঘটলেও কোথাও পুলিশ প্রধান কোন ব্যবস্থা গ্রহণ করে না এমনকি ঘটনাস্থলটি পরিদর্শন পর্যন্ত করে না। আমার কাছে মনে হয়, দেশের সকল অপরাধী যেন পুলিশের আইজিপির ঘনিষ্ঠ কোন আত্মীয়। নতুবা এই সকল অঘটনা গুলো খুবই পরিকল্পিত। যার নেতৃত্ব দিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ প্রধান। আর দেশের সকল পুলিশকে হয়তো বলা হয়েছে ঘুমিয়ে থাকতে।
দেশের আইনশৃঙ্খলার এত অবনতি দেখে দায়িত্বজ্ঞানহীন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের প্রধান কে ছি ছি না দিয়ে পারছি না। বাংলাদেশের ইতিহাসে গত ছয় মাস ধরে যেভাবে অপরাধীর সংখ্যা বেড়েছে বা অপরাধ সংঘটিত হচ্ছে। এর আগে কোন সরকারের আমলে এত ভয়াবহ খারাপ অবস্থা আর কখনও ছিল বলে আমার জানা নেই।
আমাদের এখন আন্দোলন করতে হবেএই প্রতিবন্ধী স্বরাষ্ট্র উপদেষ্টা, বধির স্বরাষ্ট্র সচিব আর জন্মান্ধ আইজিপির বিরুদ্ধে। এই তিনজনকে একযোগে পদত্যাগ করাতে হবে যেকোন মূল্যে।
ওদের অযোগ্যতার ফলে গোটা জাতি আজকে নিরাপত্তাহীন হয়ে পড়েছে। এখানে কোটিপতি যেমন নিরাপত্তাহীন তেমনি ব্যবসায়ী,তেমনি কেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজনসহ সবাই আজকে অনিরাপদ।