এম জাফরান হারুন::
পটুয়াখালীর গলাচিপায় জমিজমা বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা শামীম (৩০) হত্যার ঘটনায় এজাহারভুক্ত চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, কুদ্দুস সিকদার (৫৫), তার স্ত্রী রেহেনা বেগম (৪৮), পুত্র এনামুল সিকদার (২৩) ও মেয়ে সুখী বেগম (২৫)।
পটুয়াখালী র্যাব- ৮ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর তথ্য অনুসারে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রামে অভিযান চালানো হয়। এসময় ফজলু সরদারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১২। পরে তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়। রবিবার সকালে তাদের পটুয়াখালীর গলাচিপায় নিয়ে আসা হয়।
জানা গেছে, চলতি মাসের গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গলাচিপা উপজেলার গ্রামর্দন গ্রামে চাচা কুদ্দুস সিকদার বিরোধীয় জমিতে বসতঘর তুলতে গেলে ভাতিজা শামীম সিকদারসহ কয়েকজন বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং তিনজন গুরুতর আহত হন। পরে শামীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার (১৫ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এঘটনায় নিহতের মা করফুল নেছা বাদী হয়ে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া চারজনই ওই মামলার এজাহারভুক্ত আসামি।
এবিষয়ে সহকারী পুলিশ সুপার গলাচিপা সার্কেল মো. সৈয়দউজ্জামান বলেন, শামীম হত্যার ঘটনায় গলাচিপা থানায় মামলা হলে প্রযুক্তি ও র্যাবের সহায়তায় আসামিদের পাবনা থেকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত