মুহাম্মদ ইমরান বিন অহেদ
গত ১৩ ফেব্রুয়ারি শুরু হয় বাংলাদেশ কওমী মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ এর মাস্টার্স (দাওরায়ে-হাদিস) পরিক্ষা। সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী সর্বমোট পরিক্ষার কেন্দ্র ছিল ৩১৭ টি। সর্বমোট পরিক্ষার্থী ছিলেন ৩২,৭১৪ জন। ছাত্র পরিক্ষার্থী ১৭,৭৪৩ জন ও মেয়ে পরিক্ষার্থী ছিলেন ১৪,৯৭২ জন।
সারাদেশে কওমি মাদ্রাসার মেশকাত জামাত (স্নাতক) পর্যন্ত স্বীকৃত ছয়টি বোর্ডের আওতায় পরিক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু সর্বশেষ দাওরায়ে-হাদিস (মাস্টার্স ) পরিক্ষায় দেশের সকল পরিক্ষার্থী “আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ” এর আওতাধীন পরিক্ষায় অংশগ্রহণ করেন।
দীর্ঘ ১১ দিন পর আজ ২৪ ফেব্রুয়ারি শেষ হল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দাওরায়ে-হাদিস (মাস্টার্স) পরিক্ষা।