আওয়ামী রেল সন্ত্রাসী ফকরুলের ২য় পর্বঃ
নিজস্ব প্রতিবেদক :
হাটহাজারী স্টেশন সংলগ্ন রেললাইনের উপর অবৈধভাবে পশুরহাট বসানো হয়েছে। সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার অবৈধভাবে রেলপথের উপর পশুরহাট বসলেও দেখার যেন কেউ নেই।
জানা গেছে, পশুরহাট বসানোর কারণে রেললাইনের পাথর সরে যাচ্ছে। এতে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
রেলওয়ে কর্তৃপক্ষের আপত্তি উপেক্ষা করেই রেললাইনের উপর পশুরহাট বসানো হচ্ছে। ফকরুলের কাছে কর্তৃপক্ষ যেন নিরুপায়। ঝুঁকিপূর্ণভাবে রেললাইনে পশুরহাট বসানোর বিষয়ে হাটের ইজারাদার আবদুল মাবুদ আইয়ুব বলেন, ঝুঁকির কথা বলে লাভ নাই। এই বাজারটি এভাবে ৫০ বছর ধরে চলছে। কোনও ঝুঁকি নাই। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যবসায়ী জানান- রেললাইনে বাজার এমনিতো আর বসে না সকল দিক মেনেজ করেই বসাতে হয়। মাবুদ বদ্দা মাস্টার সাহেবকে মেইনটেইন করেই ব্যবসা করে যাচ্ছেন। আমরাও ব্যবসা করে কিছু টাকা পয়সা ইনকাম করছি। সবাই খুশি।
স্থানীয় সূত্রে যানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক কর্মচারী ঐক্য পরিষদ। পাহাড়তলীতে ডিআরএম চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহিদ হোসেন খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম, শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মো. দিদার হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সভাপতি মো. জাফর উল্ল্যাহ মজুমদার, যুগ্ম সম্পাদক মো. ফখরুল আলম পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো শফিকুল ইসলাম।
ফকরুল আলম পারভেজ সম্পর্কে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব শফিকুল ইসলাম বলেন- উনার সম্পর্কে আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে এর মধ্যে অন্যতম আমাদের স্টেশন মাস্টার সহকর্মীদের নানান ভাবে নির্যাতন করা। আমাদের কেন্দ্রীয় নির্বাচন বাঁধাগ্রস্থ হয়েছিলো ফকরুল, সালাম, ও জাকির হোসেন স্যারের কারনে। তারপরও সকল স্টেশন মাস্টারদের ঐক্যতা এবং জুলাই বিপ্লবের কারনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফকরুল সভাপতি প্রার্থী হয়ে মাত্র এক ভোট পায় সেটিও নিজের। আমরা সাংগঠনিকভাবে উনার বিষয়ে পরবর্তী কেন্দ্রীয় কমিটির সভায় ব্যবস্থা গ্রহন করবো৷
আমাদের কর্মকর্তা ও কর্তৃপক্ষ কেনো নিশ্চুপ তা আমি বলতে পারবো না।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত