মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে চাইনিজ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
১০ ফেব্রুয়ারি সোমবার বিকেলে স্থানীয় সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চাইনিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলার জিয়া মঞ্চ সদস্য সচিব জসিম উদ্দিন খান।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জুবায়ের হোসেনের সভাপতিত্বে ও স্থানীয় যুবকদের সহযোগিতায় এবং সাবদিন ছাত্র সংঘ স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলার জিয়া মঞ্চ আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ন আহ্বায়ক কাজল মাহমুদ প্রমুখ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাব বনাম রথের বাজার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব।
মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে রথের বাজার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব পরাজিত।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে একটি বড় ছাগল ও রানার্স আপ দলকে একটি ছোট ছাগল পুরস্কার তুলে দেন।
এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও স্থানীয় এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন রেফারি আব্দুল গফফার সরকার।