নিজস্ব প্রতিবেদক :
'অপরাধী সংশোধনাগার' বলা হলেও দেশের সবগুলো কারাগার অনিয়ম, দুর্নীতি, অপরাধ, অপকর্মের আখড়ায় পরিণত হয়েছে। সেখানে খোদ কারা কর্মকর্তারা বল্গাহীন দুর্নীতি-লুটপাটের বাণিজ্য যেমন ফেঁদে বসেছেন তেমনি তারা গড়ে তুলেছেন অপরাধ অপকর্মের বহুমুখী আস্তানা।
ইদানিং অনেক কারাগারের জেলার ও জেল সুপাররা অর্থবিত্তের পাহাড় জমানোর পর প্লেবয় হয়ে উঠেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলবন্দী অপরাধীদের সুন্দরী স্ত্রী কিংবা নারী স্বজনদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে কারাগারের অফিস কক্ষকেই বানিয়ে ফেলছে নিরাপদ রঙমহল। কি রাত, কি দিন সেসব কক্ষে মাদক সেবনসহ নগ্নতার অপকর্ম চলে অবাধে। সর্বশেষ মাগুরা কারাগার থেকে সদ্য বদলিকৃত জেলার নুর মোহাম্মদ মৃধার বিরুদ্ধে এক কয়েদীর স্ত্রীর সঙ্গে নগ্ন স্ফূর্তিতে মেতে ওঠার ভিডিও ফাঁস হয়েছে, এ নিয়ে তোলপাড় চলছে সেখানে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত