গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি:
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বেলা ১২টায়, হেমনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মুঠোফোনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ হাতেম আলী মিঞার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম (ভিপি) । বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, বিএনপি নেতা শাহজাহান ভিপি, জাসাস সভাপতি শাহনূর আহমেদ সোহাগ, পৌর কৃষক দলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ হেমনগর, নগদাশিমলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. খন্দকার কামরুল ইসলাম বাবু।