মোঃ আশরাফুল ইসলাম,শ্রীপুর গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে ব্যটারি চালিত অটোরিকশার চাপায় মো. মিরাজ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুপুর ১টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের টেংরা গ্ৰামের মিয়া মেম্বারের বাড়ি সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মিরাজ (৭) পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্ৰামের রুহুল আমিনের ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ বাড়ি মায়ের সঙ্গে একটি অটোরিকশা করে নানার বাড়ি টেংরা এলাকায় যাচ্ছিলেন মিরাজ। তাদের বহনকারী অটোরিকশাটি গন্তব্যে পৌঁছার পর সড়কের পাশেই থামিয়ে ভাড়া দিচ্ছিলেন মিরাজের মা।
এসময় মায়ের কাছ থেকে আকস্মিক ভাবে দৌড়ে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যেতে চায় মিরাজ। এসময় দ্রুত গতিতে আসা অন্য একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় মিরাজ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই অটোরিকশায় থাকা ৩ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রোকসানা রাহাত বলেন, ‘হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় মিরাজকে। তার মাথা ও শরীরের অন্যান্য অংশের আঘাত ছিল। নাক, কান দিয়ে রক্ত বের হয়েছিল,আমরা পুলিশকে খবর দিয়েছি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত