এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে উপজেলা জামিয়াতুল মোদারের্সীনের উদ্যোগে মরহুম আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ইউনুস (রহঃ) এর রুহুের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। প্রথমে মরহুমের স্মৃতিচারণে আলোচনা সভা শেষে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানটি বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এসময় মোঃ জাকির হোসেন অহিদীর সঞ্চালনায় কেন্দ্রীয় জামিয়াতুল মোদারের্সীনের শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা একেএমএ হান্নান আজিজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল মোদারের্সীনের জেলা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ ওমর জিহাদ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামিয়াতুল মোদারের্সীনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাই ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফারুক হোসাইন।
এসময় জেলা ও উপজেলা জামিয়াতুল মোদারের্সীনের নেতৃবৃন্দ সহ মরহুমের শ্বশুর ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত