টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরের দেওড়া গ্রামে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হয়ে দেশে ফিরেছেন প্রবাসী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান (বাদল)। দেশে ফিরার খবর পেয়ে খুশিতে ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে মোটরসাইকেল বহর নিয়ে এগিয়ে যান এলাকাবাসী। পরে প্রবাসী বিএনপি নেতাকে নিয়ে বিভিন্ন সড়কে শো-ডাউন করেন স্থানীয়রা। এসময় উপজেলার কোড়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এই নেতা। পরে নিজ গ্রামের দেওড়া বাজারে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রবাসী বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন যাবত তিনি প্রবাসী বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরায় বিএনপির আহবায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। দেশে ফিরে এলাকাবাসীর ভালবাসায় মুগ্ধ হয়েছেন। এছাড়া তিনি বলেন, ধর্মীয় আচার অনুষ্ঠানসহ সকল ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। উপজেলার সকল সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাড়াতে চান। অধিকার আদায়ে সাধারণ মানুষের হয়ে কথা বলতে চান । সু-সংগঠিত সমাজ গড়তে এবং সামাজিক উন্নয়ন মূলক কাজে অগ্রসর হবেন বলেও জানান।
এসময় উপস্থিত ছিলেন, বানাইল ইউনিয়নের বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত