মোঃ আল মুমিন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
১ম _ ১২তম নিয়োগ বঞ্চিত নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক পরিষদের ব্যাবারে গত ২২ শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখে সকাল ১০ টা থেকে এনটিআরসিএ অফিস শাটডাউন ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ১ম দিন আন্দোলনের সময় রমনা জোনের উপ-সহকারী কমিশনার (পুলিশ) বলেন ২৩ শে ডিসেম্বর ২৪ ইং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ এর ব্যাবস্থ করবেন বলে কথা দেওয়ায় শাটডাউন কর্মসূচি পালন করেননি।
আজকে ২৩ শে ডিসেম্বর ২৪ ইং রোজঃ সোমবার তার উপ- পুলিশ কমিশনারের সাথে কথা বলেন। তিনি মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ স্যারের দেখা করান।
১ম -১২তম ব্যাচে উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত নিবন্ধন সনদ ধারীদের বঞ্চিত ও চরম নির্লজ্জ বৈষম্য দূরীকরণে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনুস স্যারের এপিএস সাব্বির আহমেদ স্যার সদয় সম্মত হয়ে এবং আমাদের আন্দোলনে অবস্থান কর্মসূচি পালনের সময় এনটিআরসিএ অফিসের সামনে, বোরাক টাওয়ার, ইস্কাটন গার্ডেন রোড,ঢাকাতে শরীরে উপস্থিত হয়ে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। ১ম -১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ এর বক্তব্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শ্রবণ করেন এবং আশ্বস্ত করে বললেন যত দ্রুত সম্ভব এন্ট্রি লেভেল বয়স বিবেচনা ও সনদের মেয়াদ আজীবন বিষয়গুলো নিয়ে যে সমস্ত মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সমাধান করা যায় তার যথাযথ ব্যবস্থা নিবেন এবং সকল বৈষম্যের অবসান ঘটিয়ে নিয়োগ সংক্রান্ত সকল বঞ্চিত নিবন্ধন সনদধারী নিয়োগ পায় তার উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হবে। সেই কারণে নিয়োগ বঞ্চিত নিবন্ধন সনদ ধারীদের একটি আবেদন গ্রহণ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস জনাব সাব্বির আহমেদ স্যার। পরে এনটিআরসিএ'র চেয়ারম্যান স্যার কেও একইভাবে আবেদন পত্র জমা দিয়েছে বঞ্চিত নিবন্ধন সনদ ধারীরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমির আসহাব, প্রধান সমন্বয়ক জিএম ইয়াছিন, কেন্দ্রীয় উপদেষ্টা মোছাঃ তাছলিমা আক্তার শিল্পী, মোছাঃ রাজিয়া সুলতানা রথি, আশাপরী, আফিয়া আক্তার এছাড়াও কেন্দ্রীয় সমন্বয়ক থেকে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, আল মুমিন, আবু সাঈদ শাহরিয়ার, হেলাল পারভেজ, আব্দুল কুদ্দুস, জাকারিয়া সিদ্দিকীসহ সকল নিয়োগ বঞ্চিত নিবন্ধন ধারী।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত