এম জাফরান হারুন, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফলের ধূলিয়া ও শাহজাহান গাজীর ঘাট পয়েন্টে দিনরাত ভর মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ১০ জন অসাধু জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ।
জানা যায়, সোমবার (২১ অক্টোবর) সারাদিন রাত ভর তেতুলিয়া নদীর ধূলিয়া ও শাহজাহান গাজীর ঘাট পয়েন্টে বাউফল উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও কালাইয়া নৌ পুলিশ অভিযান চালায়।
এসময় নদীতে মা ইলিশ শিকার করার সময় ১০ জন অসাধু জেলেকে আটক করে এবং মা ইলিশ ও ২টি ট্রলার সহ ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক কে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এবিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, আমরা মা ইলিশ রক্ষার্থে কঠোরভাবে অভিযান চালিয়ে যাচ্ছি।