মোঃ মনিরুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা আমতলী উপজেলা পরিষদের র্নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান মিয়া নির্বাচিত হয়েছেন।
বুধবার (৫জুন) অনুষ্ঠিত এ নির্বাচনে ৬৫টি কেন্দ্রের মধ্যে আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান আনারস প্রতীকে ৩৭ হাজার ৭৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলমান আহমেদ সুহাদ মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৩৬৮ ভোট।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৭ হাজার ৪০২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার মুহাম্মদ আশরাফুল আলম উপজেলা পরিষদের সভা কক্ষে রাত সারে ৯টায় ফলাফল ঘোষণা করে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান মিয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।