এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ জানান, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম,র দিকনির্দেশনায় পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি একেএম আজমল হুদার নেতৃত্বে অভিযান চালিয়ে ২২টি চলমান মাদক মামলার আসামি কে ইয়াবা ও মোটরসাইকেল সহ আটক করা হয়েছে।
সোমবার (২৬শে ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালী থানা এলাকায় এসআই (নিঃ) সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ পটুয়াখালী পৌরসভার ০৭নং ওয়ার্ডস্থ জেলা প্রশাসকের বাস ভবনের দক্ষিন পূর্ব কোনে চৌরাস্তা টু তিতাস মোড় গামী পাকা রাস্তার উপর হইতে আসামি মোঃ সোহেল মাদবর (৩২), পিতা-মোঃ শাহ আলম মাদবর, সাং- চরপাড়া (ওয়ায়েজীয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শের), স্বনির্ভর রোড, ৬ নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানাঃ পটুয়াখালীকে আটক করা হয়।
এসময় কালো জিন্সের জ্যাকেটের ডান পকেট থেকে ২টি নীল রংয়ের এয়ার টাইট জিপারের মধ্যে রক্ষিত ইয়াবা ট্যাবলেট যাহার প্রতিটি জীপারের মধ্যে ১৫০ পিচ করে মোট ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি গ্রে রংয়ের R 15 মটরসাইকেল, রেজিঃ নং- ঢাকা মেট্রো ল-৪০-৭৫২৬, চেসিস নং ME1RG6712M0075489, ইঞ্জিন নং G3N4E011695 সহ আটক করা হয়। উল্লেখ্য, ধৃত আসামির বিরুদ্ধে বর্তমানে বিজ্ঞ আদালতে ২১ টি মামলা বিচারাধীন। ধৃত আসামির বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।