এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া এলাকার বাসিন্দা মোঃ লিটন খন্দকার এবার ইয়াবা গাঁজা ও মাদক বিক্রির টাকা সহ দেশীয় মদ নিয়ে গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হলেও পালিয়ে যেতে সক্ষম হয়েছে লিটন।
পটুয়াখালী ডিবি পুলিশ জানান, পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম,র দিকনির্দেশনায় বুধবার (২১শে ফেব্রুয়ারী) দিবাগত রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি মোঃ লিটন খন্দকার (৪০) এর বসত ঘরের সামনে থেকে ০১টি নীল রংয়ের পলিথিনের মধ্যে রক্ষিত ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, ০১টি নীল রংয়ের এয়ার টাইট জিপারের মধ্যে রক্ষিত ১শত পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা এবং ০১টি সাদা রংয়ের প্লাস্টিকের জারিকেনের মধ্যে রক্ষিত ০৫ লিটার দেশীয় তৈরী মদ উদ্ধার করা হয়।
তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে লিটন। পলাতক আসামির বিরুদ্ধে বাউফল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। আরও জানা যায় পলাতক আসামি মোঃ লিটন খন্দকারের বিরুদ্ধে ১২টি মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।