এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালী জেলার গলাচিপার সেই চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মোঃ আইয়ুব আলী (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০।
জানা যায়, গত ১৭ই ফেব্রুয়ারি-২০২৪ ইং বিকেলে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে গলাচিপা থানার মামলা নং- ২৬, তারিখ-২১/১১/২০২৩, ধারাঃ ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ দন্ডবিধি এবং সংযোজন- দন্ডবিধি ৩০২ ধারা মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি গলাচিপার ধরান্দীর বাসিন্দা মৃত ইদ্রিস সরদারের ছেলে মোঃ আইয়ুব আলী কে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ভিকটিম সোহাগ ও আসামিরা পরস্পর নিকট আত্মীয়। ভিকটিম সোহাগের সাথে আসামিদের টাকা লেনদেন নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছিল। গত ২০/১১/২০২৩ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.৩০ মিনিটের সময় আসামি আইয়ুব আলী সহ অন্যান্য আসামিরা গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় একটি ঔষধের দোকানের সামনে অবস্থান করে। এসময় ভিকটিম ওই স্থানে আসা মাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা আসামিরা তাদের সঙ্গে থাকা লাঠি-সোটা, লোহার রড দিয়ে ভিকটিম সোহাগকে এলোপাথারি আঘাত করতে থাকে। ভিকটিমের ডাক চিৎকারে আসে পাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল হতে চলে যায়।
পরবর্তীতে উপস্থিত লোকজন ভিকটিমকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক ভাবে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম গত ২৮/১১/২০২৩ ইং তারিখ রাতে মৃত্যুবরন করেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত