হায়দার হাওলাদার
বরগুনা তালতলী প্রতিনিধি
বরগুনার তালতলীতে মালিপাড়া থানা এলাকায় এশিয়ান টিভি'র সাংবাদিকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের ১ জন পরিকল্পিতভাবে দিনের বেলায় ঘরে ঢুকে আত্মগোপন করে রাত ২ টার দিকে ঘরের দরজা খুলে অন্য ডাকাতদের ঘরের ভিতরে প্রবেশ করিয়ে সাংবাদিক জলিল আহমেদের বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ নগদ তিনলক্ষ টাকা লুটে নেয়। এসময়ে সাংবাদিক জলিল আহমেদের মা বেবি বেগমকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং এলোপাতাড়িভাবে পিটিয়ে বাম পা ভেঙ্গে দেয় এবং তার বাবা শাহ্ জাহান হাওলাদারকে মারধর করে ডাকাতরা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২৩) রাত আনুমানিক ২টার দিকে মালিপাড়া থানা এলাকায় এশিয়ান টিভি'র
উপজেলা প্রতিনিধি মো.জলিল আহমেদের বাসায়
এ ঘটনা ঘটে।
সাংবাদিকের পরিবার সূত্রে জানা গেছে,বুধবার দিবাগত রাতে মালিপাড়া থানা এলাকার বসত বাড়িতে ডাকাতরা হানা দেয়। ডাকাতদের টের পেয়ে শাজাহান হাওলাদার ডাক চিৎকার দিলে শাজাহান হাওলাদার ও তার স্ত্রী কে এলোপাতারিভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির আলামত ও তাদের বক্তব্য নেয়।
এশিয়ান টিভি'র প্রতিনিধি মো.জলিল আহমেদ বলেন,আমার বাবাকে আহত করে ও মাকে ডাকাতরা এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেছে। মা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম খান বলেন, ঘটনাস্থল রাতেই পুলিশ পরিদর্শন করেছে। এখন পর্যন্ত সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত