বরগুনা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলায় নৌকা মার্কার মিটিং মিছিল করায় মারধর করা হয়। আহত মো. রাজিব (২৬) বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আহত হলেন- বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের আমজেদ মার্কেট এলাকার মো. ইসমাইল ফকির এর ছেলে মো. রাজিব মিয়া।
রাজিব বলেন, আমি নৌকা মার্কার নির্বাচন করি এর রেস ধরে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। বৃহস্পতিবার রাত আটটায় আমজেদ মার্কেট এলাকায় বসে মমিন উদ্দিন এর ছেলে শহিদ (৪৫), নুর মোহাম্মদ এর ছেলে, আউয়াল (৩৬), আজহার উদ্দিন এর ছেলে, নজরুল (৪৫) সহ আরো ৮ থেকে ১০ জনের মত মানুষ কেন আমি নৌকার মিছিলে গিয়েছি এবিষয় নিয়ে আমার সাথে বাকবিতন্ডায় জরিয়ে একপর্যায়ে আমাকে মারধর করে কাঁচের গ্লাস ভেঙে আমার মাথায় আঘাত করে। তখন আমার মাথা কেটে গেলে আমাকে বস্তা ভরে নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করে। এসময় আমি দৌড়ে বাড়িতে গেলে স্বজনরা আহত অবস্থায় আমাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসে। এবং এখন উন্নত চিকিৎসার জন্য ডাঃ আমাকে বরিশাল শেরে-বাংলা হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনা আমি মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।