মোঃ শফিয়া রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি ,
পাইকগাছায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন লাগিয়ে আদালতে মামলার অভিযোগ ওঠেছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ওসি পাইকগাছাকে নির্দেশ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর গ্রামে ১৮ নভেম্বর ভোরে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, উপজেলার গদাইপুর গ্রামের মৃত আলীবক্স মোড়লের পুত্র কবির গং ও নজরুল গাজীর পুত্র ছহিলউদ্দীন গাজীর সাথে একই গ্রামের সত্যরঞ্জন চৌধুরীর পুত্র বিশ্বরঞ্জন চৌধুরীর হিতামপুর ও গদাইপুর মৌজার জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের হিসেবে নিজ ঘরে আগুন লাগিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আলীবক্স মোড়লের ছেলে কবির বলেন, এস এ রেকর্ডিয় মালিক নিত্য রঞ্জনের কাছ থেকে ৮৪ সালে তার অংশের ৪৪ শতক জমি আমরা ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। একই রেকর্ডিয় মালিক সত্য রঞ্জনের ওয়ারিশ প্রতিপক্ষ বিশ্বরঞ্জন চৌধুরী। আমাদের জমির সাথে তাদের কোন বিরোধ নাই। কিন্তু অবৈধ লোভের কারণে তিনি আমাদের নামে একের পর এক মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের করে যাচ্ছেন। এতে আমরা হয়রানির শিকার হচ্ছি।