ইত্তিজা হাসান মনির,বরগুনা:
বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়ীয়া সরকারী বিদ্যালয় ক্লাশ করতে পারেনা আওয়ামীলীগ সমথকদের সন্তানের, স্কুলে গেলেই বিএনপি সবুজ,জাহিদ,হেলাল পিতা আলতাফ বলে তোরা আওয়ামীলীগ কর এই স্কুল তোদের জন্য না।আজ ২৩ শে নভেম্বর আওয়ামীলীগ ও বিএনপি সমর্থক দের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় আসমা পিতা এনায়েত খান ও মোসাঃ রেকসানা স্বামী হাবিব হাওলাদার নিশানবাড়ীয়া নামের দুই মহিলাকে প্রথমে শারীরিক মারধর, পরে কানে থাকা দুল ছিড়ে নেয়ার সময় কানের নীচের অংশ ছিড়ে যায়।
কানের নীচের অংশ পলিথিনে নিয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি আছে আসমা ও রোকসানা।
রোকসানা ও আসমা বলেন আমি আওয়ামী লীগ সমর্থক হওয়ায় সবুজ, জাহিদ ও হেলাল পিতা আলতাফ প্রথমে মারধর করে এক পর্যায় আমার কানের দুল,পায়ের নুপুর ছিনে নিয়ে যায়।
বিষয়টি নিয়ে বরগুনা থানায় যোগাযোগ করলে তারা বলেন ঘটনা শুনেছি লিখিত অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।