ইয়াছিন তালুকদার,শ্রীমঙ্গল উপজেলা
অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা সাহেবের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এসআই/রাকিবুল হাছান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৮/১১/২০২৩খ্রিঃ তারিখ দিবাগত রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করা কালে ৫১০ (পাঁচশত দশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ ০৩ জন, পরোয়ানাভুক্ত ০২ জন এবং নিয়মিত মামলার ০১ জন আসামী গ্রেফতার করেন।
এদের মধ্যে আসামী- ১। মিলন কালিন্দী ওরফে লিলন (২৬), পিতা-মৃত দেবদাস কালিন্দী, ২। রঘু নায়েক (৫০), পিতা-মৃত গনন নায়েক, ৩। রাধেশাম রবিদাস (৪৫), পিতা-মৃত পেটলা রবিদাস, সর্ব সাং-জাগছড়া চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদেরকে ৫১০ (পাঁচশত দশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ জাগছড়া চা বাগান হইতে গ্রেফতার করেন। উক্ত বিষয়ে মাদক আইনে একটি মামলা রুজু হয়।
অন্যান্য আসামীরা হলেন:- জিআর-৪৯/২৩ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামী ৪। বিষ্ণু প্রধান, সিআর-৩৯৬/২৩ (শ্রী:) মামলার পরোয়ানাভুক্ত আসামী ৫। জুয়েল আহমদ, শ্রীমঙ্গল থানার মামলা নং-১৯(১১)২০২৩ এর এজাহারনামীয় আসামী ৬। তৌহিদুর রহমান মোস্তাকিন।
সকল আসামীদের অদ্য ১৯/১১/২০২৩ইং তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত