সাকিবুল ইসলাম সুজন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের উদ্যোগে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনতে ন্যায্য মূল্যে শাকসবজি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ ১৪ নভেম্বর মিরপুরে এ বাজার উদ্বোধন করা হয়। উক্ত ন্যায্য মূল্যে বাজার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি শেখ ফজলে শামস্ পরশ,সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাহুল হক সাচ্চু এবং বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সহ-সভাপতি খাদিমুল বাসার জয় সহ ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক শামীম উপস্থিত ছিলেন।
বাঙলা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে।
এ সময় বক্তারা বলেন বর্তমান সময়ে বাজারে এক অস্থিরতার সৃষ্টি হয়েছে। এগুলো করছে অসাধু ব্যবসায়ী এবং এক ভয়ানক সিন্ডিকেট।বাজারকে অস্থিতিশীল করে রাখার জন্য এ সকল অসাধু ব্যবসায়ী দায়ী। তাই জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের কাছ থেকে শাকসবজি ক্রয় করে জনগণকে ন্যায্য মূল্যে, স্বল্পমূল্যে আমরা তুলে দিতে এ উদ্যোগ গ্রহণ করেছি।
আশা করি জনগণের কষ্ট দূর করতে সক্ষম হব।আজ থেকে প্রতিটি ওয়ার্ড, মহল্লা থানা ও জেলা পর্যায়ে আমাদের এ কার্যক্রম পরিচালিত হবে।আওয়ামী লীগ সরকার, জনগণের সরকার। জনগণের দুঃখ কষ্ট দূর করতে এবং ভাগ্যের চাকা পরিবর্তন করতে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে ইনশাল্লাহ।
আমাদের এখানে বাজারের তুলনায় স্বল্প মূল্য নির্ধারণ করা হয়েছে - ফুল কপি-২৭,বাধা কপি-৩৫,বেগুন -৩০,মূলা- ২৬,পেঁপে -২০,মরিচ -৭৭,লাউ- ২৭,শিম-৩৪,শাক প্রতি আটি ৮ টাকা করে বিক্রি করা হবে। সরাসরি কৃষকের হাত থেকে টাটকা শাক সবজি সংগ্রহ করায় কৃষকরাও ন্যায্য মূল্য পাবে বলে আশা করি।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত