এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
সাবেক চীফ হুইপ ও স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও জনগনের ওপর আস্থা রাখেন, কোনো বিদেশী প্রভুদের ওপর নয়। আওয়ামী লীগ গণমানুষের দল। জনগণের অধিকার আদায়ের লক্ষে এই দল প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগই একটি দল, যে দল মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময়ই জনগনের ওপর আস্থা রাখতেন। তিনি কখনো বিদেশী প্রভুদের ওপর আস্থা রাখতেন না।
রবিবার (১২ নভেম্বর) সকালে পূর্ব কালাইয়া স্কুলে ৩,৭,৮ নং ওয়ার্ড, দুপুরের দিকে মধ্য কালাইয়া এসকেডিসি স্কুলে এবং বিকেলের দিকে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ মাঠে ১,২,৪ নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে একথা বলেন তিনি।
আ.স.ম ফিরোজ বলেন, দেশের মানুষের ভোটে বিএনপির আস্থা নেই। বিএনপি জনবিচ্ছিন্ন, তাদের আস্থা শুধু বিদেশিদের ওপর। জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি বিদেশীর কাছে নালিশ ও দেশবিরোধী ষড়যন্ত্র করতে ব্যস্ত। দেশ ও সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তারা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করছেন না, বিদেশিদের মধ্যস্থতায় ভোট বিহীন ক্ষমতা দখল করতে নীলনকশা বাস্তবায়ন করতে চায়। যেভাবে বিগত দিনে ক্ষমতায় এসেছিলেন। একারণেই জনগন জনবিচ্ছিন্ন বিএনপিকে আর ক্ষমতায় আনবে না। এদেশের জনগন উন্নয়নে বিশ্বাসী। জনগন দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।
বক্তব্যে নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি আরও বলেন, দেশে রাজনীতি করতে হলে দেশের সংবিধান মানতে হবে। আর সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচন কালীন সময়ে নির্বাচন কমিশন সকল ক্ষমতার অধিকারী। নির্বাচন কমিশনই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না। কোনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেয়া হবে না। নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে।
প্রধান অতিথি আরও বলেন, বিদেশে পালাতক বিএনপি নেতা তারেক রহমানের নিদের্শে দেশে বিএনপি নেতারা জালাও, পোড়াও, সন্ত্রাস করছেন। পুলিশ, সাংবাদিক, বাস চালকদের আগুনে পুড়িয়ে মারছেন। তাদের হাত থেকে যাত্রীবাহী বাস আর অ্যাম্বুলেন্সও রেহাই পাচ্ছে না। এ কেমন আন্দোলন। মানুষ পুড়িয়ে আন্দোলন হতে পারে না। জনগণ ব্যালটের মাধ্যমে জনগণ বিএনপির সন্ত্রাসের জবাব দিবেন।
এসময় তিনি নারী উন্নয়নে শেখ হাসিনার ফিরিস্তি তুলে ধরে আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন এমপির সহধর্মিণী দেলোয়ারা সুলতানা ফিরোজ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, সাবেক ভাইস-চেয়ারম্যান সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিচুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, সাধারন সম্পাদক ইয়াসমিন ফারুক, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক সানজিন কবির নুপুর প্রমূখ।