এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই রেজাউল করিমের ছুরিকাঘাতে বড় ভাই রুহুল আমিন সার্ভেয়ার খুন হওয়ার ঘটনায় অবশেষে ঘাতক ছোট ভাই গ্রেফতার হয়েছে।
বুধবার (৮ই নভেম্বর) সন্ধ্যার দিকে ঘাতক ছোট ভাই রেজাউল করিম (৪৫) কে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।
বাউফল থানার এসআই ইমরান হোসেন জানান, ঘটনার দিন রাত ৮টার দিকে নিহত সার্ভেয়ার রুহুল আমিনের স্ত্রী বাদী হয়ে দেবর মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এবং ঘটনার সময় রেজাউল করিমও রক্তাক্ত জখম হয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে রেজাউল করিম সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে পাঠিয়ে দেওয়ার সময় হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বাড়ি, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিমের জায়গা জমি বড় ভাই রুহুল আমিন ও বোন রাহিমা বেগম মিলে সকল সম্পত্তি ভোগদখল করে ছোট ভাই রেজাউল করিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখত। উক্ত বিরোধের জের ধরে গত সোমবার (৬ই নভেম্বর-২০২৩) বেলা ২টা ৪৫ মিনিটের সময় রেজাউল করিম এর সাথে আপন বড় ভাই রুহুল আমিন ও ভাগিনা মোঃ রুবেল হোসেন এর সাথে মারামারির হয়। মারামারির এক পর্যায়ে তিনজনের মধ্যে দাড়ালো চাকু দিয়ে কোপাকুপি হয়। ছোট ভাই রেজাউল করিমের হাতে থাকা ধারালো চাকুর আঘাতে বড় ভাই রুহুল আমিন এর বুকের ডান পাশে রক্তাক্ত ও বাম হাতের কাদের উপর গুরুতর রক্তাক্ত জখম হয়। অপরদিকে ভাগিনা রুবেলের মাথায় হাতে-পায়ে জখম হয়।
এদিকে তাদের আঘাতে ছোট ভাই রেজাউলের মাথায় ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত আহতদেরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন এবং ছোট ভাই রেজাউল ও ভাগিনা রুবেলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠানো হয়।
নিহত মোঃ রুহুল আমিন সার্ভেয়ার (৫৫), উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোঃ হাফেজ মাস্টারের বড় ছেলে। তিনি বিভিন্ন জমি-জমা মাপের কাজ করতেন।
আর ছোট ভাই মোঃ রেজাউল করিম (৪৫) এর পিতাও মৃত মোঃ হাফেজ মাস্টার। এবং অন্যজন আহত আপন ভাগিনা রুবেল হোসেন (৩৫), কেশবপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ আবুল হোসেন মাওলানার ছেলে। রুবেল হোসেন এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত